বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আমতলী ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন 

বরগুনা প্রতিনিধি 

আমতলী ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন 

আমতলী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রতাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা সর্বদলীয় ওয়ামা-মাসায়েখ, সর্বস্তরের জনতা, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ও আইন্না পরিষদসহ ১৫টি ব্যানারে মানববন্ধন করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়। 
 
জানাগেছে, ২০২২ সালের ১১ ডিসেম্বর আমতলী আমতলী ইউএনও হিসেবে মুহাম্মদ আশরাফুল আলম যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আমতলীর উন্নয়নসহ সার্বিক বিষয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার কর্ম দক্ষতায় তিনি আমতলী উপজেলার মানুষের নয়নের মনি হয়ে ওঠেছেন। 

নিরলসভাবে কাজ করে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তিনি। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আমতলী উপজেলাকে তিনি আপন কোঠরে আগলে রেখেছেন। কিন্তু একটি কুচক্রিমহল তাদের স্বার্থসিদ্ধির জন্য ইউএনওকে বদলী করান।   

গত ১৮ ডিসেম্বর উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে আমতলী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কুমিল্লায় বদলী করা হয়। এ বদলীর আদেশের খবর আমতলী উপজেলায় ছড়িয়ে পরলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এ বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার (২১ ডিসেম্বর) আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের ১৫ টি ব্যানারে মানববন্ধন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ওমর ফারুক জেহাদীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, আমতলী পৌরসভার সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা আমতলী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

টিএইচ